২১ ফেব্রুয়ারী প্রভাত ফেরীর মাধ্যমে শুরু হয়ে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ পালিত হয়েছে। ৬.৩৫ মিনিটে প্রভাত ফেরী, ৭.০০ টায় শহীদ মিনারে পুষ্পস্থাপক অর্পন, ৭.০৫ মিনিটে শহীদদের সম্মানে ১ মিনিট নিরবতা, ৯.০০ টায় জাতীয় সংগীত, ৯.৩০ মিনিটে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ১০.৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এছাড়াও বেলা ১১.০০ টায় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
অধ্যক্ষ মো: মনজুরুল হক এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো: মুসলিম খান। প্রধান অতিথির আলোচনায় তিনি বলেন শিক্ষার্থীদের দেশের সেবায় নিজেদের আত্মনিয়োগ করতে হবে। আলোচনা শেষে ভাষা শহীদদের জন্য দোয়া করা হয়।